- সমিতি একটি অরাজনৈতিক জন কল্যাণমূলক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন হিসাবে পাটকেলঘাটা থানা বাসীর বৃহত্তর কল্যাণে কাজ করবে।
- এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যানমূলক কর্ম যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে।
- ঢাকাস্থ পাটকেলঘাটা থানাবাসীর মধ্যে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন এবং একে অন্যকে সাহায্য সহযোগিতা করা।
- সকল সদস্য পরিছন্ন মনের ও সমমনা হয়ে সংগঠনের আদর্শ ও কর্মসূচির সাথে সম্মিলিতভাবে একমত পোষণ করতে হবে, যাতে ভবিষ্যতে সংগঠনের কোনরূপ প্রতিকূল পরিবেশ সৃষ্টি না হয়।
- সংগঠনের সব ধরনের সুযোগ-সুবিধা, সুবিধা-অসুবিধা,অনুকূল ও প্রতিকূল যে কোন আইনি বাধা-বিপত্তি ও ক্রিয়াকলাপসহ সমুদয় দায়ভার ও ঝুঁকি সকল সদস্য সমভাবে বহন করবেন।
- পাটকেলঘাটা থানাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা প্রদানসহ দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের সাহায্য সহযোগিতা করা, প্রতি বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তির আয়োজন করা এবং মাসিক/বাৎসরিক হারে বৃত্তি প্রদান করা।
- সমিতির উদ্যোগে এলাকার নিরক্ষরতা দূরীকরণার্থে নারী/পুরুষ এমনকি বয়ষ্কদের মধ্যে শিক্ষা বিস্তার করে নিরক্ষরতা দূরীকরণ করা।
- স্থানীয় পর্যায়ে শিশু কল্যাণ, যুব কল্যাণ, নারী কল্যাণে কাজ করা এবং স্কুলগামী কিশোর/কিশোরী যাহাতে কোনো প্রকার ধর্মান্ধ বা মাদকসেবী না হয় সে ব্যাপারে স্কুল/মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের এবং অবিভাকদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা।
- স্থানীয় এতিম, অসহায় এবং দুঃস্থ লোকজন যারা চিকিৎসা বা পড়ালেখার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করেন তাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদান করা।
- প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় ক্ষতিগ্রস্থ, জনগোষ্ঠীকে প্রয়োজনীয় ত্রাণ ও পূণর্বাসনে সহযোগিতা করা।
- সমিতির উদ্যোগে বা সহযোগিতায় ঢাকাস্থ/স্থানীয় বেওয়ারিশ লাশ দাফনে ও এলাকায় লাশ পৌঁছাতে সহায়তা করা।
- সমবায়ভিত্তিক/গ্রুপভিত্তিক আবাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ জনকল্যাণমূলক আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা।
- শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সমিতির উদ্যোগে বেকার যুবক, অদক্ষ, নিরক্ষরদের চিহ্নিত ও সংগঠিত করে সমিতির উদ্যোগে/নিজ নিজ অবস্থান থেকে কর্মস্থানে সহায়তা দিকনির্দেশনা প্রদান করা;
- প্রতি বছর স্থানীয়ভাবে/কেন্দ্রীয়ভাবে ইফতার ও দোয়া মাহফিল, বনভোজনে ও ঈদ পূর্ণমিলনীর আয়োজন করা;
- স্থানীয় ব্যক্তিত্বপূর্ণ/পদস্থ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া; এবং
- সমিতির উদ্দেশ্যাবলী সঠিকভাবে বাস্তবায়নকরে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ দৈনিক পত্রিকা, সাময়িকী বা প্রচারপত্রে প্রচার করা; এবং
- স্থানীয় অসহায়, দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত গরীব দুঃখী মানুষের সু-চিকিৎসার জন্য চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করা।
- এলাকার মাদকাসক্ত,জুয়াড়ি,বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিনোদন, গনসচেতনতা ও চিকিৎসার ব্যাবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করা।
- মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা
- যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা। এমনকি খাদ্য দ্রব্যকে বিষ মুক্ত রাখা ও কৃষকদেরকে কেমিক্যাল ব্যতিত ফসল উৎপাদানের ব্যপারে পরামর্শ দেয়া।
- দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া।
- ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।