এক নজরে পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা’র সংক্ষিপ্ত ইতিহাস
২০১৮ সালে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে একটি সমিতি আত্মপ্রকাশ করার বিষয়ে বেশ কয়েকটি ছোট ছোট মিটিং করা হয় মোঃ রাশিদুল ইসলাম, মোঃ ইক্তিয়ার হোসেন, মোঃ মোস্তফা বিলাল, মোঃ মেহেদী হাসান ও এস, এম মারুফ উল ইসলাম এর উদ্যোগে ধানমন্ডির একটি স্কুলে আলোচনা হয় প্রেক্ষাপটঃ এলাকা থেকে অনেক অসহায় রুগী আসে কিন্তু তাদের দেখতে যাওয়ার মতো মানুষ খুজে পাওয়া কঠিন ছিল, যেটা দেখে আমাদের হৃদয়ে রক্ত খরন হতো। সেবামূলক কাজ সহজ করার লক্ষ্যে আমরা আমাদের এলাকার সিনিয়র ভাইদের সাথে সরাসরি যেয়ে আলোচনা করি তারা আমাদের সাথে সহমত প্রকাশ করেন মোঃ হুমায়ুন কবির, সঞ্জীব কুমার দাস, আমিরুল ইসলাম মধু, জিএম হাফিজুর রহমান, স্বরাজ চ্যাটার্জী (বাপ্পা), মোঃ কবিরুল আলমসহ আরো অনেকের সাথে কথা হয়, এছাড়াও ছোট ভাইদের মধ্যে ছিলেন আলমগীর কবির, খালিদ ইমরান রিপন, মোঃ শাহিন আক্তার, শেখ আবু যাইদ, সাইদ হাসান প্রমুখের সাথে কথা হয়। সকলের মতামতের ভিত্তিতে বাসাঃ ৫২/এ, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজে ২০১৮ সালের আগস্ট মাসের ১০ তারিখ রোজ শুক্রবার, বিকাল ০৪ ঘটিকায় সমিতি গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম সভা অনুষ্ঠিত হয় জনাব মীর আব্দুল কাদের (কানন) এর সভাপতিত্বে। উক্ত সমিতি গঠনের বিষয়ে উপস্থিত ছিলেন-
- ০১ । মোঃ রাশিদুল ইসলাম
- ০২। মোঃ ইক্তিয়ার হোসেন
- ০৩। মোঃ মোস্তফা বিলাল উদ্দিন
- ০৪। জিএম হাফিজুর রহমান
- ০৫। মোঃ শাহীন আক্তার
- ০৬। মোঃ আব্দুল হাকিম
- ০৭। সঞ্জীব কুমার দাশ
- ০৮। আবু সাইদ (লিটন)
- ০৯। শেখ সোহান হোসেন (শাওন)
- ১০। মোঃ খালিদ ইমরান (রিপন)
- ১১। মোঃ আফজাল হোসাইন
- ১২। অমিত কুমার দে
- ১৩। শেখ আবু জাহিদ
- ১৪। মোঃ রবিউল ইসলাম
- ১৫। মোঃ ইয়াছিন হোসেন
- ১৬। মুহাঃ মাহিউল ইসলাম (মাহি)
- ১৭। অমিত কুমার বিট
- ১৮। দেবাশীষ গুহ
- ১৯। শেখ ইকবাল হোসেন
- ২০। মোঃ সাইদুর রহমান (লিটু)
- ২১। মোহাম্মদ রোকনুজ্জামান
- ২২। শেখ আসাদুজ্জামান
- ২৩। মোঃ বুলবুল হোসাইন
- ২৪। সাইদ হাসান আকাশ
- ২৫। মোঃ মাহবুবুর রহমান
- ২৬। মোঃ আহাদুজ্জামান
- ২৭। মোঃ হুমায়ুন কবির
- ২৮। মোঃ আমিরুল ইসলাম মধু
- ২৯। মোঃ আনিছুর রহমান
- ৩০। গাজী মামুনুর রশীদ
- ৩১। মোঃ মেহেদী হাসান
- ৩২। মোঃ মনিরুল ইসলাম মনি
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো ২০ জন মতো উপস্থিত ছিলেন কিন্তু খাতায় নাম এন্টি না থাকায় লিখতে না পারার জন্য দুঃখপ্রকাশ করছি। সকলের উপস্থিতিতে সভার সিদ্ধান্ত মোতাবেক জনাব মো: রাশিদুল ইসলাম এর নেতৃত্বে একটি আহবায়ক কমিটি গঠন করা হয় যা নিম্নে উপস্থাপন করা হলোঃ
- ১। সদস্য - জিএম হাফিজুর রহমান - সরুলিয়া
- ২। সদস্য - শেখ আবু জাহিদ৩ - সরুলিয়া
- ৩। সদস্য - গাজী মামুনুর রশীদ - ধানদিয়া
- ৪। সদস্য - মোঃ শাহীন আক্তার - নগরঘাটা
- ৫। সদস্য - মোঃ খালিদ ইমরান (রিপন) - কুমিরা
- ৬। সদস্য - মোঃ আলমগীর হোসেন - খলিষখালী
- ৭। সদস্য - অমিত কুমার দে - কুমিরা
- ৮। সদস্য সচিব - মোঃ ইক্তিয়ার হোসেন - সরুলিয়া
উপদেষ্টাঃ
১। জনাব মীর আব্দুল কাদের (কানন)
২। জনাব মোঃ হুমায়ুন কবির