প্রশাসনিক এলাকা ও তথ্য
ইউনিয়ন:
ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, কুমিরা ও খলিষখালী এই ৫টি জনবহুল ইউনিয়ন নিয়ে এ থানা গঠিত। তথ্যানুসন্ধানে জানা গেছে
পাটকেলঘাটার আয়তন ২০৯.৯৭ বর্গ কিঃ মিঃ।
জন সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৩০৯ জন।
ইউনিয়ন ৫টি
গ্রাম ১৩০টি
রাস্তাঃ
পাকা রাস্তা ৬৪.১০কিঃ মিঃ
কাচা রাস্তা ৩২৫.৯৫ কিঃ মিঃ
শিক্ষা প্রতিষ্টানঃ
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৫টি
রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ১৬টি
বে সরকারী মাধ্যমিক বিদ্যালয় ২৭টি
দাখিল মাদ্রাসা ১৫টি
আলিম মাদ্রাসা ২টি
ফাজিল মাদ্রাসা ১টি
বেসরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ১টি
বেসরকারী ডিগ্রী কলেজ ১টি
উচ্চ মাধ্যমিক কলেজ ৩টি
টেকনিক্যাল কলেজ ৪টি
সেবা সমুহঃ
উপস্বাস্থ্য কেন্দ্র ১ টি
হাট বাজার ২৯ টি
পোষ্ট অফিস ৬ টি
সুইস গেট ৪ টি
রেজিঃ সমবায় সমিতি ২৮ টি
খাদ্যগুদাম ১ টি
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ ১ টি
ফ্যাক্টরি সমুহঃ
প্লাস্টিক পাইপ ফ্যাক্টরি ৩ টি
বিস্কুট ফ্যাক্টরি ২ টি
কোল্ডষ্টোরেজ ১ টি
তেলের মিল ২৪ টি
ইট ভাটা ১০ টি
পানের বরজ ৩০৮ টি
পোল্ট্রি খামার ৭৪ টি
ব্যাংক ৭ টি
সরকারী ডাক বাংলো ১ টি
মৎস্যঃ
সরকারী পুকুর ৯ টি
মৎস্য ঘের ১১০৩ টি
বধ্য ভূমি ১টি সহ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর প্রধান কার্যালয় পাটকেলঘাটায় অবস্থিত ।