আনুদানঃ

পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা একটি অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে নিবেদিত  ভাবে কাজ করে যাচ্ছে শিক্ষা, খাদ্য, রক্তদান, এবং চিকিৎসা সহায়তার মত জরুরী এবং মানবিক সেবামূলক ক্ষেত্রগুলোতে। এই কাজগুলো চালিয়ে যেতে এবং সমাজের অধিকতর মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে আমাদের আর্থিক অনুদান, স্বেচ্ছাসেবকদের সময় ও দক্ষতা, এবং স্পনসরশিপের দরকার পড়ে।

আপনার সহায়তা আমাদের সমাজের সবচেয়ে প্রান্তিক এবং দুর্বল সদস্যদের জন্য শিক্ষার সুযোগ, পুষ্টিকর খাবার, জীবন রক্ষাকারী রক্তদান, এবং অত্যাবশ্যক চিকিৎসা সেবার প্রসারে সাহায্য করবে। আমরা সকলের জন্য একটি স্বাস্থ্যবান এবং সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি, যেখানে প্রতিটি ব্যক্তির উন্নতি ও সমৃদ্ধি সম্ভব।

আমাদের কর্মকাণ্ডের সাফল্য এবং প্রসার আপনাদের উদার অনুদান এবং সমর্থনের উপর নির্ভরশীল। এই মহান কাজে আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন তা নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে আগ্রহী। আপনার প্রতিটি অনুদান, চাহিদা অনুযায়ী সময় ও দক্ষতা প্রদান, এবং স্পনসরশিপ আমাদের এই যাত্রায় অমূল্য সহায়তা প্রদান করবে।

আপনার উদারতা সমাজের একটি বড় পরিবর্তন আনতে পারে। আমরা আপনাকে আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার এবং আমাদের সামাজিক উন্নতি ও সেবামূলক কাজে অবদান রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিভাবে সহায়তা করতে পারেন তা জানতে পারেন, এবং আমাদের সাথে এই পথ চলতে পারেন।

আসুন, আমরা একসাথে একটি উন্নত, স্বাস্থ্যবান, এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলি। আপনার যেকোনো রকমের সহায়তা আমাদের কাছে অমূল্য।

*******************************************************************************************************************************************************************************************

Donation

The Patkelghata Upazila (Proposed) Committee, Dhaka, operates as a completely non-political social and service-oriented organization, diligently working in vital and humanitarian fields such as education, food, blood donation, and medical assistance. To continue and extend our impact on society and improve the lives of more people, we require financial donations, volunteer time and skills, and sponsorships.

Your support will contribute significantly to providing educational opportunities, nutritious food, life-saving blood donations, and essential medical services to the most marginalized and vulnerable members of our community. We aim to create a healthy and prosperous society where every individual can thrive and prosper.

The success and expansion of our activities heavily rely on your generous donations and support. We are eager to discuss how you can participate in this noble cause. Every contribution, whether it be a donation, volunteering your time and skills according to needs, or sponsorship, will be invaluable in our journey.

Your generosity can bring about substantial change in society. We invite you to join us and contribute to our social improvement and service projects. Contact us to find out how you can help and walk this path with us.

Let’s build an improved, healthy, and prosperous society together. Your support, in any form, is priceless to us.